বগুড়ায় টিএমএসএস কর্তৃক শীত বস্ত্র কম্বল বিতরণ
এম এ খালেক খান :
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ, বর্তমান যুগের আলোকবর্তিকা অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস এর আওতাধীন পরিচালিত বগুড়া ডোমেইনের বগুড়া জেলার দক্ষিণ জোন নিয়ন্ত্রিত কুতুবপুর শাখা কর্তৃক আয়োজিত এলাকার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে ১৩ জানুয়ারি কম্বল বিতরণ করা হয়েছে। টিএমএসএসের দক্ষিন জোন কর্তৃক আয়োজিত দক্ষিণ জোন প্রধান মোঃ ছানাউল হক খানের সভাপতিত্বে কুতুবপুব উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ কার্যক্রম বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ও কম্বল বিতরণ করেন ভলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শিপন মিয়া, জোরগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামূল হক ও কুতুব পুর পুলিশ তদন্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে টিএমএসএসের অপারেশন-১ বগুড়া ডোমেইনের, ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোঃ রেজাউল করিম সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড সারা দেশ ব্যাপী পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন টিএমএসএস লাভের আশায় নহে সেবার মানসিকতা নিয়েই নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। মোঃ রেজাউল করিম বলেন টিএমএসএস কর্তৃক কুতুবপুর অঞ্চলের অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ কার্যক্রমের জন্য এ অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক সারা জাগিয়েছে। তিনি বলেন টিএমএসএসের বিভিন্ন সামাজিক কার্যক্রম আরো বেশি বেশি করে সাধারন মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান মোঃ রাশিদুল ইসলাম বক্তব্য দেন।এলাকার বহুগন্যমান্য ব্যক্তি, সুবিধা ভোগী সদস্য, টিএমএসএসের কর্মকর্তা, সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি সমাবেশে উপস্থিত ছিলেন। এ শাখার মাধ্যমে এলাকার ৫ শত দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন টিএমএসএসের কুতুবপুর শাখা প্রধান মোঃ জাহাঙ্গীর আলম।