টিএমএসএসের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা।
এম এ খালেক খান :
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ বর্তমান যগের আলোকবর্তিকা, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক,শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ঢাকার টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং টিএমএসএস মেডিকেল কলেজ এর চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম ও টিএমএসএসের পক্ষে তাঁর একান্ত সচিব যুগ্ম-পরিচালক ডক্টর ফাতেমা খাতুন রিমা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন এম সাথে সৌজন্য সাক্ষাৎ করে টিএমএসএসের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। মাননীয় মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন যিনি দেশে ও বিদেশে অত্যন্ত জনপ্রিয় মানবিক ডাক্তার হিসেবে খ্যাত। তাঁকে টিএমএসএস এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছাসহ অভিনন্দন জ্ঞাপন করছেন। এ সময় মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, অন্য কর্মকর্তা ও টিএমএসএসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ডক্টর ফাতেমা খাতুন রিয়া মাননীয় মন্ত্রী মহোদয়ের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘ জীবন কামনা করেন।