নরসিংদী শাপলা চত্বরে ৭ বছর বন্ধ থাকা মসজিদটিতে আজ জোহরের নামাজ আদায় করেন
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী
অদ্য ১৭/০১/২০২৪ ইং বুধবার দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর যোহরের নামাজ আদায়ের মাধ্যমে নরসিংদী শাপলা চত্বর মসজিদটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হলো, নরসিংদী বাসাইল শাপলাচত্তর বাজার জামে মসজিদটি । বিগত ৭ বৎসর যাবত কিছু প্রভাব শালী ভূমি দস্যু, খমতাশীল ব্যাক্তিরা মসজিদ টি তালা মেরে রাখায় একাধারে সাত বছর নামাজ আদায় করতে পারেননি এলাকায় বসবাসকারী ধর্মপ্রাণ মুসলিম, এতে দুঃখে খুবে, হতাশা গ্রস্ত হয়ে পড়েন মসজিদের আশেপাশে বসবাসকারী ও বাজার ব্যবসায়ী মুসলিমরা। কিছু সংখ্যক প্রভাবশালীরা ব্যক্তিগত স্বার্থে কারণে মসজিদে তালা মেরে রাখেন দীর্ঘ সাত বছর যাবত। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদের স্বার্থের কারণে তালা মেরে রাখা হয়েছে বলে একাধিক সূত্র থেকে জানা যায় ফলে মসজিদের তালা খোলার সাহস বিগত দিনে কেউ পায়নি । অবশেষে তরুণ রাজনীতিবিদ বিপুল ভোটে নির্বাচিত নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান ভূঁইয়া মনির মহোদয়ের সার্বিক সহযোগিতায়, স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ ও আলেমদের পরামর্শে , নরসিংদীর সদর থেকে চার বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য সদরের উন্নয়নের রূপকার ,জাতির শ্রেষ্ঠ সন্তান ,বীর মুক্তিযোদ্ধা অসহায় মানুষের আশ্রয়স্থল লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত , সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী , মোহাম্মদ নজরুল ইসলাম হিরো বীর প্রতীক এমপি মহোদয়, ও নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলতাব উদ্দিন ভূঁইয়া মহোদয় সহ নরসিংদী জেলা আওয়ামিলীগ ও তৃণমূল নেতৃবৃন্দ ও আলেম ওলামাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে মসজিদটির তালা খুলেন এবং যোহরের নামাজ আদায় করেন এবং মসজিদের সার্বিক সহযোগিতা ও উন্নয়নের ঘোষনা করেন । মসজিদে তালা খুলে নামাজ আদায় করার কারণে নরসিংদী জেলা ওলামা আলেমদের মধ্যে শান্তি ও স্বস্তি ফিরে পেয়েছেন। পরিশেষে আলোচনা ও মোনাজাতের মাধ্যমে সকলের শান্তি কামনা করেন।