বগুড়ায় হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতার মহাপ্রয়াণ দিবসে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ ।
মোঃ কাওছার মিয়া দিপু
ভ্রাম্যমাণ প্রতিনিধি বগুড়া
হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমাম এমামুজ্জামান মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর ১২ তম মহাপ্রয়াত দিবস উপলক্ষে বগুড়ায় পৃথক আয়োজনে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। বগুড়া জেলা হেযবুত তওহীদের উদ্যোগ শহরের রেল স্টেশন এলাকায় প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় দপ্তর সম্পাদক শাকিব হোসেন, জেলা ক্রীড়া সম্পাদক আতিকুল ইসলাম, জেলা শাখার মোজাহেদ আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, বিজরুল ইসলাম বিদ্যুৎ , বিপ্লব রহমান, রোজ বাবু, দুলাল হোসেন প্রমুখ। অপরদিকে জেলার গাবতলী উপজেলার দুর্গাহাটায় বেলা ৩টায় দোয়া ও কাঙালী ভোজের আয়োজন করা হয়। গাবতলী উপজেলা হেযবুত তওহীদের সভাপতি আব্দুল কালাম আজাদের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে দুই শতাধিক দুঃস্থ অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হেযবুত তওহীদের কোষাধ্যক্ষ শাজাহান মন্ডল। উপজেলার সাবেক সভাপতি ডা: শরিফুল আলম টিপু, রেজাউল করিম প্রমুখ।
উল্লেখ্য, আজ থেকে ১২ বছর আগে এই দিনে হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা, এ যুগের এমাম জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী প্রত্যক্ষ জগৎ থেকে পর্দা গ্রহণ করে আল্লাহর সান্নিধ্যে গমন করেন। তাঁর আত্মার সন্তান হেযবুত তওহীদের মোজাহেদ মোজাহেদাদের জন্য দিনটি অত্যন্ত স্মরণীয় ও বেদনার।