কুয়াশা রাতে কম্বল বিতরণ করলেন রুমার – ইউএনও
——–
রুমা প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলায় শীতার্ত দরিদ্র ও দু:স্থ পরিবারের মাঝে শীত নিবারণেন বিনামূল্যে শীতের কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যার পর কুয়াশাছন্ন রাতে রুমা সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে শীতার্ত দরিদ্র ও দুস্থ লোকজনের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
মাগরিক নামাজের পর দুস্থ দরিদ্র শীতার্ত মানুষের খোঁজে সদরঘাট এলাকা, হাসপাতাল, মুসলিম পাড়া ও ইউপি এলাকাসহ বেশ কয়েক জায়গায় সরেজমিনে ঘুরতে বেরিয়ে পড়েন।
এসময় বিভিন্ন স্থানে প্রকৃত শীতার্ত ও মানসিক ভারসাম্যহীন পথচারী ও বাক প্রতিবন্ধীসহ দুস্থদের শীত নিবারণের কম্বল বিতরণ করেন।
শীতের কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) শাহরিয়ার মাহমুদ রন্জু।
এর আগে সকালে উপজেলা পরিষদের প্রাঙ্গনে দুস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানা যায়, দরিদ্র ও শীতার্ত মানুষের বিতরন করতে উপজেলা প্রশাসনের অনূকূলে ৪৪৬ টি কম্বল বরাদ্ধ প্রদান করে জেলা প্রশাসন।
এর মধ্যে রুমার চারটি ইউনিয়নের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে একশ করে কম্বল উপ-বরাদ্ধ প্রদান করেছে- উপজেলা প্রশাসন।