বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রাণীকুলের প্রতি নুরনবী (দ.)’র দয়ার্দ্র ও মমতা” সৈয়দপুরে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করলো আঞ্জুমান এ আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট তাবলীগ জামায়াতের সাদপন্থী ও কাদিয়ানী সম্প্রদায়কে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ ৩০জন আহত ও ২৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ।

প্রতিবেদক এর নাম / ৫৯ বার পড়া হয়েছে
বর্তমান সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ ৩০জন আহত ও ২৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ।

 

বিশেষ প্রতিনিধি হবিগঞ্জঃ

 

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দু পক্ষে প্রায় এক থেকে দেড় ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯শে জানুয়ারি রোজ শুক্রবার সকাল সাড়ে আট ঘটিকার সময় উপজেলার শিবপাশা ইউনিয়নের হুকুড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়। আরও জানা যায় গত ৫ জানুয়ারি শিবপাশার হুকুড়া মহল্লাবাসীর দাবিকৃত জায়গার ওপর দিয়ে একই এলাকার রাজবাড়ির মিজাজ আলীর ছেলে রুবেল মিয়া তার লোকজন নিয়ে এক্সেভেটর দিয়ে মাটি ভরাট করে একটি রাস্তা নির্মাণ শুরু করেন। পাশে সরকারি একটি রাস্তা থাকায় হুকুড়া মহল্লাবাসী রাস্তাটি নির্মাণ না করতে তাদের বাধা দেন। সংসদ নির্বাচনের পর বিষয়টি সালিশি বৈঠকের মাধ্যমে নিষ্পত্তির কথা ছিল। কয়েকদিন আগে হুকুড়া মহল্লাবাসী একত্রিত হয়ে রুবেল মিয়াকে রাস্তা নির্মাণ করতে অনুরোধ করলে তারা তাতে অসম্মতি জানান। এরই জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

প্রায় এক থেকে দেড় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন সহ চার পুলিশ সদস্য ও উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষে অবস্থানরত আহতদের কে পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসার জন্য যান। এই নিয়ে শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেনের সঙ্গে আলোচনা করলে তিনি জানান, শিবপাশা ইউনিয়নের হুকুড়া গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এতে সে নিজে সহ চার পুলিশ সদস্য আহত হয়।এবং আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদের সঙ্গে ফোনে আলাপ করলে তিনি জানায়, রাস্তা নির্মাণ নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ২৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। রিপোর্ট লিখা পর্যন্ত কোন থানায় মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর