পাবনায় আকবর হোসেন স্মৃতি পাঠাগার কর্তৃক কম্বল বিতরণ
এম এ খালেক খান :
পাবনায় আকবর হোসেন স্মৃতি পাঠাগারের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। গত ১৯ জানুয়ারি পাঠাগার চত্বরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ও কম্বল বিতরণ করেন বিশিষ্ট সাংবাদিক এস এ টেলিভিশনের পাবনা প্রতিনিধি কামরুল ইসলাম। পাঠাগারের সভাপতি ও দৈনিক স্বদেশ প্রতিদিনের পাবনা জেলা প্রতিনিধি রফিকুল আলম রঞ্জুর সভাপতিত্বে শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে অংশ গ্রহণ করেন পাঠাগারের সহ-সভাপতি শরিফুল আলম মুঞ্জু, সেক্রেটারি মাহীন হোসেন আজাদ, অর্থ সম্পাদক ওয়ারিশ হোসেন সহ পাঠাগারের অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখ্য আকবর হোসেন স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠার পর থেকে সমাজের কল্যাণে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণির মানুষ, সুবিধাভোগী মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রতি বছরের মত এ বছরেও শতাধিক শীতার্ত অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।