ভোলায় ১৮ শত পিচ ইয়াবাসহ যুবক আটক
কামরুজ্জামান শাহীন,ভোলা:
ভোলায় ১৮শত পিচ ইয়াবা সহ মো. মোবারক হোসেন (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জানুয়ারী) সন্ধা সাড়ে ৬ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা-লক্ষীপুর গামী স্পিড বোট ঘাটের ব্লকের উপর থেকে তাকে আটক করা হয়।
আকটকৃত মো. মোবারক হোসেন কক্সবাজার জেলার ঈদগাহ দক্ষিণ মাইজপাড়া ৩ নং ওয়ার্ডের মো. জসিম উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছেন সে আন্ত:জেলা মাদক চোরাকারী দলের একজন সক্রিয় সদস্য।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা-লক্ষীপুর গামী স্পিড বোট ঘাটে অভিযান চালিয়ে ব্লকের উপর থেকে মো.মোবারক হোসেন নামের এক যুবকে ১৮০০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।