মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে ডক্টর হোসনে আরা বেগম এর শুভেচ্ছা
এম এ খালেক খান :
বাংলাদেশের গণমানুষের হৃদয়ের প্রিয় জননেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সফল মন্ত্রী, মহান স্বাধীনতা যুদ্ধের বীরসেনানী মুক্তিযোদ্ধা, একাধিকবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান খান কামাল পুনরায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় বৃহত্তর বগুড়ার কৃতি সন্তান দেশের নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম শুক্রবার তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ব্যক্তিগত পক্ষ থেকে ও টিএমএসএস পরিবারের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাৎ অনুষ্ঠানে পরস্পরের মধ্যে সৌহার্দ পূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুঢ্ঠিত হয়। মতবিনিময় শেষে মাননীয় মন্ত্রী মহোদয় কে টিএমএসএস কর্তৃক প্রকাশিত মুজিব জন্ম শত বর্ষের স্বরণিকা ও বিশ্বে বিরল এক মহীয়সী নারী বঙ্গমাতা গ্রন্থ উপহার প্রদান করেন। এ সময় প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, টিএমএসএস এর জীবন সদস্য অসীম কুমার প্রদীপ ঘোষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।