মুক্তি
বায়েজিদ বোস্তামি
শিরচ্ছেদ আর বেড়ী ভেঙে,
আজ মুক্তি আসুক ফিরে।
সকল অমানিশা কেটে,
আজ মুক্তি আসুক ফিরে।
কটাক্ষ আর নিন্দাকে ভেদে,
আজ মুক্তি আসুক ফিরে।
জগতের সব ভেদবুদ্ধিকে ফেরে,
আজ মুক্তি আসুক ফিরে।
ন্যায়ের মহা দন্ড ধরে,
আজ মুক্তি আসুক ফিরে।
এ ধরার সকল জড়তা কেটে,
আজ মুক্তি আসুক ফিরে।
মহানন্দের মহা উল্লাসে,
আজ মুক্তি আসুক ফিরে।
অপশক্তি প্রতিহিংসার বলয় ভেদে ,
আজ মুক্তি আসুক ফিরে।
এ ধরা মমতায় সিক্ত হয়ে,
আজ মুক্তি আসুক ফিরে।