শহীদ জিয়াউর রহমানের ৮৮ তম জম্মদিনে ভোলায় আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
কামরুজ্জামান শাহীন,ভোলা:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)’র ৮৮ তম জম্মবাষির্কী উপলক্ষে ভোলা জেলা বিএনপির ও সকল অঙ্গ-সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারী) বাদ জুম্মা জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন বড় মসজিদে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাচ্চু মোল্লাা, বশির হাওলাদার, আবদুর রব, মো.কবির হোসেন, সদস্য মোস্তফা মিয়াজি, ইয়ারুল আলম লিটন, লোকমান গোলদার, তরিকুল ইসলাম কায়েদ, বিলাল হোসেন, ভোলা জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা যুবদল নেতা বিলাল হোসেন, আব্দুল লতিফ টিটু, পৌর যুবদল নেতা মনির, জেলা কৃষক দলের সভাপতি আবদুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, সহ সভাপতি রবিন চৌধুরী, ফখরুল ইসলাম লুকু চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমীন হাওলাদার, ছাত্রনেতা নূর মোহাম্মদ রুবেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রাসেল, পৌর ছাত্রদল সদস্য সচিব জাকারিয়া বেলাল প্রমূখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা , উপজেলা, পৌরসভা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
কামরুজ্জামান শাহীন/ভোলা,০১৭১২-৯৬০৭৪/০১৯১২-৯৬০৭৩৪