নামুজায় ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
মোঃ কাওসার মিয়া দিপু
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া সদরের নামুজা সরদার পাড়া তরুন যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় শরিশাতলা মাজার সংলগ্ন জমির মাঠে বিশিষ্ট শিল্পপতি ও নামুজা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধকঃ জনাব মোঃ ইউসুফ আলী স্বত্ত্বাধিকারী, মেসার্স রাবেয়া অটো রাইচ মিল।
এসময় উপস্থিত ছিলেন মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী, সৈকত এন্টারপ্রাইজ, নামুজা সরদারপাড়া বগুড়া। বরেণ্য অতিথি মোঃ গোলাম মোস্তফা প্রিন্সিপাল অফিসার, ইসলামি ব্যাংক লিমিটেড। খেলায় অংশ গ্রহণ করেন বগুড়া উপশহর ফুটবল একাদশ বনাম তিনদিঘী ইয়ং স্টার ক্লাব
। খেলায় নির্ধারিত সময়ের গোল শূন্য ড্র হওয়ার সরাসরি টাইব্রেকারে মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। টাইব্রেকারে বগুড়া উপশহর ফুটবল একাদশ কে ৪-২ গোলে হারিয়ে তিনদিঘী ইয়ং স্টার ক্লাব বিজয় লাভ করেন। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনদিঘী ইয়ং স্টার ক্লাবের গোলরক্ষক রকি। ম্যাচ রেফারি আতিক হাসান সহকারী ম্যাচ রেফারি আইয়ুব আলী এবং আব্দুল মতিন, ক্রীড়া ভাষ্যকার আপেল মাহমুদ। আয়োজনে: নামুজা সরদারপাড়ার যুব সংঘ।