ভূমি মন্ত্রী কে ইউপি সদস্যও আওয়ামী লীগ নেতা দেবুর অভিনন্দন
মোঃ খাইরুজ্জামান সজিব
সিনিয়র স্টাফ রিপোর্টার
নতুন ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ কে আন্তরিক শুভেচ্ছাও লাল গোলাপের অভিনন্দন জানিয়েছেন খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলার -১,নং জলমা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বার,বার নির্বাচিত সফল ইউপি সদস্য ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ন- সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক জনদরদী,মানবতার ফেরিওয়ালা বাবু দেবব্রত মল্লিক দেবু। তিনি বলেন খুলনা-৫ আসন থেকে নারায়ন স্যার টানা পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এর আগে তিনি মৎস্যও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন এবার তিনি ভূমি মন্ত্রণালয়ের পূর্ন মন্ত্রী হলেন যোগ্য ব্যাক্তির স্থান সব সময় যোগ্য জায়গায়। এটা আমাদের খুলনা বাসীর গর্ব যে আমরা নারায়ন স্যারের মতো একজন সৎ নিষ্টাও যোগ্য ব্যাক্তিকে ভূমি
মন্ত্রী পেয়ে আমরা খুলনা বাসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত
আমি আশাকরি স্যারের জ্ঞান মেধাও প্রজ্ঞা দিয়ে দেশের জনগন নিরলস সেবা পাবে শতভাগ।