ঠাকুরগাঁওয়ে লাহিড়ী ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভূক্ত ৪ বছর মেয়াদী ৩টি কোর্সে অনার্স চালু হয়েছে!
মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভূক্ত ৪ বছর মেয়াদী তিনটি কোর্সে অনার্স চালু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ডিগ্রি কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রোগ্রামে প্রথমবারের মতো ৩টি বিষয়ে অনার্স কোর্স চালু হচ্ছে। অনার্স কোর্সে ৩টি বিষয়ে শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। এখন থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও ভর্তি কার্যক্রম শুরু হয়েছে । আগামী মাস থেকে ক্লাস শুরু হবে ঐ ৩টি বিষয়ে। ৩টি বিষয়ে অনার্স কোর্স হচ্ছে— বাংলা, রাষ্ট্র বিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ কোর্সগুলোর কার্যক্রম পরিচালিত হবে।
এ ব্যাপারে লাহিড়ী ডিগ্রি কলেজে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, শিক্ষার্থীদের গুনগত শিক্ষার মান উন্নয়নে বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা স্নাতক (সম্মান) কোর্সে পাঠদান নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ৩টি বিষয়ে সব শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সাপ্তাহিক ও ইনকোর্স পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রয়েছে। দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় রয়েছে। লাইব্রেরী ব্যবস্থাপনা সন্তোসজনক ও বই ইস্যু করা হবে।
বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।