নরসিংদী জেলা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে মোট গ্রেপ্তার ২৮ জন
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী।
অদ্য ২১/০১/২৪ ইং নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক পরিচালিত অভিযানে গত ২৪ ঘন্টায় ৪ কেজি গাঁজা এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোট-৫ জন গ্রেফতার এর পাশাপাশি বিভিন্ন অপরাধে মোট ২৮ জন গ্রেফতার করা হয়।গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা পরিচালিত বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে গোয়েন্দা শাখা কর্তৃক ২০ জানুয়ারি ২০২৪ সন্ধ্যা ১৯.০৫ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন শ্রীনগর এলাকা থেকে ২ কেজি গাঁজা উদ্ধারসহ কাদের মিয়া (৩২), মোঃ ইসমাইল (৩৫) নামের ০২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া শিবপুর মডেল থানা কর্তৃক ২০ জানুয়ারি ২০২৪ রাত ২২.৩৫ ঘটিকায় শিবপুর মডেল থানাধীন বাড়ৈআলগী এলাকা থেকে ২ কেজি গাঁজা উদ্ধারসহ ফরিদ উদ্দিন (৩৫), সুজন চন্দ্র বমর্ণ নামের ০২ জনকে গ্রেফতার করা হয় এবং মাধবদী থানা কর্তৃক ২০ জানুয়ারি ২০২৪ রাত ২২.০৫ ঘটিকায় মাধবদী থানাধীন পৌলনপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধারসহ সুজন মিয়া (৩৩) নামের ০১ জনকে গ্রেফতার করে। অপর একটি অভিযানে মনোহরদী থানা কর্তৃক পরোয়ানা মূলে ৫ জনকে গ্রেফতার করা হয় । অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয় ।উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ৩০ টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।