ময়মনসিংহে ডিবির অভিযানে গ্রেফতার-১৯
মোঃ শাহীন আলম
এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন নামা কাতলাসেন এশিয়া ইট ভাটার শ্রমিকদের ব্যবহৃত ছাদ বিহীন হাফ বিল্ডিং রান্না ঘরের ভিতরে কতিপয় জুয়ারী তাস ও টাকা দিয়া জুয়া খেলা অবস্থায় ২১ জানুয়ারী ২০২৪ খ্রিঃ তারিখ রাত ০০.৪৫ ঘটিকায় জুয়ারী ১। মোঃ মনির (২৫), পিতা-মৃত আহাম্মদ আলী, মাতা-মৃত মনোয়ারা বেগম, সাং-সুহিলা মাঝিহাটি, ২। মোঃ শারিক ওরফে ঘোসা মিয়া (৩০), পিতা-মৃত ফজর আলী, মাতা-মৃত শাহিদা বেগম, সাং-উজান ঘাগড়া, ৩। মোঃ হাফিজুল ইসলাম (২১), পিতা-মৃত আহাজ আলী, মাতা-মৃত সুলেখা, সাং-সুহিলা মাঝিহাটি, ৪। মোঃ মোস্তাকিন (২১), পিতা-মোঃ মোফাজ্জল, মাতা-মোছাঃ সালমা বেগম, সাং-সুহিলা মাঝিহাটি, ৫। মোঃ আশরাফুল (২৬), পিতা-আবুল কালাম ওরফে কালু, মাতা-মোছাঃ মজিদা বেগম, সাং-সুহিলা মাঝিহাটি, ৬। মোঃ বিল্লূ মিয়া (২৮), পিতা-মৃত লিয়াকত মিয়া, মাতা-মোছাঃ সখিনা খাতুন, সাং-সুহিলা বদন বেপারীর বাড়ী, ৭। মোঃ মাসুদ রানা ওরফে মাসুম (৪২), পিতা-মৃত নূর মোহাম্মদ আলী হোসেন, মাতা-মোছাঃ জহুরা খাতুন, সাং-উজান ঘাগড়া, ৮। মোঃ সবুজ মিয়া (২২), পিতা-মৃত নুর ইসলাম, মাতা-মোছাঃ ফজিলা খাতুন, সাং-বারেড়া পার, সর্ব থানা-কোতোয়ালী, ৯। মোঃ রুবেল (২২), পিতা-মৃত ওমর আলী, মাতা-মোছাঃ ফাতেমা, সাং-উজান মইসাটিকি, ১০। মোঃ আলামিন (৩০), পিতা-মৃত চাঁন মিয়া, মাতা-মোছাঃ সুরজান, সাং-উজান মইসাটিকি, ১১। মোঃ সবুজ মিয়া (৩২), পিতা-মোঃ আঃ মালেক, মাতা-মোছাঃ ফাতেমা, সাং-সোনাখালী, ১২। মোঃ হাসেম মিয়া (২৪), পিতা-মোঃ মোবারক হোসেন, মাতা-মোছাঃ হাফিজা খাতুন, সাং-উজান মাইসাটিকি, ১৩। মোঃ নাজমুল মিয়া (২৫), পিতা-আঃ মালেক, মাতা-রহিমা খাতুন, সাং-উজান দাসপাড়া, ১৪। মোঃ আনারুল (২২), পিতা-মোঃ শাহজাহান, মাতা-মোছাঃ সুহেলা খাতুন, সাং-সোনাখালী, ১৫। মোঃ রমজান মিয়া (২৮), পিতা-মৃত কবির হোসেন, মাতা-মোছাঃ জরিনা খাতুন, সাং-উজান দাসপাড়া, ১৬। মোঃ সোহাগ মিয়া (৩০), পিতা-মোঃ বাদশা মিয়া, মাতা-মোছাঃ কুলসুম, সাং-সোনাখালী, ১৭। মোঃ মাজেদুল ইসলাম (২৬), পিতা-মোঃ আঃ মান্নান, মাতা-মোছাঃ ছহিলা খাতুন, সাং-সোনাখালী, সর্ব থানা-ত্রিশাল, ১৮। মোঃ মোতালেব মিয়া (৪৫), পিতা-মৃত আঃ বারেক, মাতা-মৃত জরিয়া, সাং-নেওকী কুসমাইল, ১৯। মোঃ রফিকুল ইসলাম ওরফে রবি (৫৫), পিতা-মৃত হাতেম আলী, মাতা-মৃত আইমন, সাং-বদ্ধিবাড়ী, উভয় থানা-ফুলবাড়ীয়া, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ১৯ জন জুয়ারিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।