ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রতারক চক্রের ২ সদস্য আটক !
মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জাদুর বাক্সের মাধ্যমে দ্বিগুণ টাকা করার সরঞ্জাম সহ প্রতারক চক্রের ২ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২১ জানুয়ারি) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড়কোট কাটাবাড়ি এলাকায় ললিত চন্দ্রের ঘরের ভেতর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-- বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের আধারদিঘী বড়কোট গুচ্ছ গ্রাম এলাকার মৃত খকেন পালের ছেলে সুপেন পাল অরফে হ্যান্ডেলু (৫৮) ও বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের নাসিরুল ইসলামের ছেলে মমতাজ আলী (৩০)। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৪ হাজার টাকা, ৪ টি কাঁচের প্লেট, কাটা কাগজের দুটি জাদুর বাক্স ও টাকা কালার করার মেডিসিনের বোতল জব্দ করা হয়। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফিরোজ কবির জানান, গোপন সংবাদে খবর পেয়ে ২ জন প্রতারক ও প্রতারণার সরঞ্জামসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রকৃয়াধীন।