রাউজানে কালচারাল পার্কের ১৫বছরে পদার্পন ও ১৪তম বর্ষপূর্তি উৎসব সম্পন্ন
মোহাম্মদ ঃ আতিকুল্লাহ চৌধুরী, রাউজান প্রতিনিধি
"শুদ্ধ সংস্কৃতি চর্চায়, দূর হবে সমাজের সকল অসঙ্গতি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাউজান কালচারাল পার্কের ১৫ বছরে পদার্পন ও ১৪তম বর্ষপূর্তি উৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে সমপন্ন হয়েছে। এ উপলক্ষে ২০ জানুয়ারি শনিবার বিকেলে উপজেলার পশ্চিম গুজরা বৈদ্যপাড়া কালচারাল পার্ক ময়দানে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ, কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ব অধিদপ্তরের উপ-পরিচালক ডক্টর মোহাম্মদ আতাউর রাহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ সাহাবুদ্দিন আরিফ। সম্মানীয় সংবর্ধেয় অতিথি ছিলেন চট্টগ্রাম বেলভিউ হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য ডাক্তার প্রীতি বড়ুয়া, বি সি সি ইউ এল এর প্রতিষ্ঠাতা ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু। কালচারাল পার্কের আজীবন সদস্য লালনব্রতী দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে ও সোমা চক্রবর্তীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কালচারাল পার্কের প্রতিষ্ঠাতা ডাক্তার নান্টু বড়ুয়া। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অংশুমান বড়ুয়া, অধ্যক্ষ জয়দেব কর, আবদুল মালেক মেম্বার, জগদিশ বড়ুয়া মেম্বার, সদস্য মোহাম্মদ মফিজুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে সংগীতানুষ্ঠানে গান পরিবেশনা করেন শিল্পী আলাউদ্দিন তাহের ও বুলবুল আক্তার। সন্ধ্যায় লোকনৃত্য পরিবেশনায় ছিল বেতবুনিয়া অলকান্ন কলা কেন্দ্র। আলোচনা সভায় বক্তারা বলেন বর্তমানে সঠিক সংস্কৃতির খুবই অভাব ও সংস্কৃতি দিন দিন হারিয়ে যাচ্ছে ‘কালচারাল পার্ক শুদ্ধ সংস্কৃতির বিকাশ এবং মানবিক কাজ করে আসছে। এ ধরণের প্রতিষ্ঠান সমাজে গড়ে উঠলে রাউজান আরো আলোকিত হবে।