স্মৃতির মোলাকাত
– এ এস এম সাদেকুল ইসলাম
নির্ঘুম রজনী
নিরব নিস্তব্ধ পরিবেশ,
আকাশে তারার মেলা বইছে,
চন্দ্রিমা টা আপন মনে
প্রকৃতির রুপে অভিভূত হয়ে
শুধুই হাসছে আর হাসছে।
জোনাকীরা মিট মিট করে
নিজ দেহের ঝার বাতি জ্বালিয়ে
ঘুর ঘুর উড়ছে।।
প্রজাপতি মৌ আহরণে বিভোর মাতোয়ারা-
রজনীগন্ধার সুবাস সৌরভে বিমোহিত রাত,
সাদা গোলাপ, আর লাল গোলাপের উৎফুল্ল কানাকানি,
বকুল খোপায় নববঁধু যেনো
আনন্দ জোয়ারে ভাঁসছে।
ঠিক এমনি এক মধুময় লগ্নে
আমার বদ্ধ জানালায় খট খট শব্দ,
ফিস্ ফিস্ আওয়াজে
আমার ধ্যান ভঙ্গ হয়ে গেলো
আমি ভয়ে বিস্ময়ে জানালা খুলতেই
হবাক হয়ে গেলাম, যেনো ফেলে আসা প্রেমের
প্রেয়সীর অকপট রূপে কেও দাড়িয়ে আছে
এ কি! তুমি!!
এত রাত্রে এখানে?
কেমন করে আসলে
এতটা দিন পর!
আমি এ শব্দগুলি পট পট করে বলতেই’ শিয়ালের ডাকাডাকিতে
মগ্নতার মজা থেকে স্থির হলাম,
অতঃপর – –
অতঃপর জানালার আশপাশে তাকিয়ে দেখি
কেউ নেই, কোত্থাও কিচ্ছু নেই
বুঝতে পারলাম,
হারিয়া যাওয়া প্রেমের স্মৃতি’ই
হয়তো ছাঁয়া হয়ে আমার মোলাকাতে এসেছিলো।।