নরসিংদীর,শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ ঃ
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী।
নরসিংদীর , শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ। তিনি ছাত্র জীবন থেকেই আওয়ামীলীগ এর অঙ্গসংগঠনের সাথে জড়িত ছিলেন । সামাজিক পরিচয়ে ও তিনি সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন । ১/সভাপতি ঃ দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় শিবপুর , নরসিংদী। ২/ সভাপতি ঃ নোয়াদিয়া খৈশাখালি দারুল উলুম ফাজিল মাদ্রাসা , শিবপুর নরসিংদী। ৩/ সভাপতি ঃ নোয়াদিয়া খৈশাখালি দারুল উলুম বালিকা দাখিল মাদ্রাসা, শিবপুর , নরসিংদী। ৪/ সভাপতি ঃ নগর হাকিমুল উম্মা হাফিজিয়া মাদ্রাসা , শিবপুর , নরসিংদী । ৫/ প্রতিষ্ঠাতা ঃ চক্রধা ইউনিয়ন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, শিবপুর , নরসিংদী ঃ ৬/সাবেক সভাপতি ঃ শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শিবপুর , নরসিংদী ।৭ / চেয়ারম্যান ঃ জেনুইন কোরিয়ান ল্যাষ্টুয়েন্জ সেন্টার, শিবপুর, নরসিংদী। রাজনৈতিক পরিচয় , বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক , শিবপুর উপজেলা আওয়ামীলীগ ও কার্যনির্বাহী সদস্য নরসিংদী জেলা আওয়ামী লীগ। আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারের মাধ্যমে সাধারণ ভোটার ও তরুণ ভোটারের দৃষ্টিতে রয়েছে তিনি। উঠান বৈঠক ও গণসংযোগ কালে দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়ন জনসাধারণের সম্মুখে তুলে ধরছেন তিনি। শিবপুর উপজেলা প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে উঠান বৈঠক করে যাচ্ছেন, শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী,নৌকার কান্ডারী আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ। আসাদুজ্জামান আসাদ বলেন আমি চেয়ারম্যান নির্বাচিত হলে প্রথমেই সন্ত্রাস , কিশোরগ্যাং ও মাদক মুক্ত করে শিবপুর উপজেলাকে আধুনিক স্মার্ট শিবপুর উপজেলা হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ। জনাব আসাদুজ্জামান আসাদ নিজস্ব অর্থায়নে শিবপুরে অসহায় নিরীহ জনসাধারণের কল্যাণে কাজ করে যাচ্ছেন । স্কুল, কলেজ, মসজিদ ,মাদ্রাসা, এতিমখানা , ঈদগা,রাস্তাঘাট ,সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের তাহার ব্যক্তিগত অর্থ ও মেধা বিলিয়ে দিচ্ছেন শিবপুরবাসীর জন্য। শিবপুর বাসীর ধারণা আসাদুজ্জামান আসাদকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করিলে শিবপুরের ব্যাপক উন্নয়ন ও গরিব , দুঃখী, অসহায় মানুষের সহায় হবেন ইনশাল্লাহ।