ফয়জিয়া তালিমুল কোরআন মাদ্রাসার ২৭ তম বার্ষিক সভা আগামী ২৯শে জানুয়ারি ২৪
মোহাম্মদ ঃ আতিকুল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।
হাটহাজারী থানার অন্তর্গত দক্ষিণ মোহাম্মদ পুর ফয়জিয়া তালিমুল কোরআন মাদ্রাসা ও হেফজখানা ও এতিমখানার ২৭ বার্ষিক ও দস্তারবন্দী মাহফিল আগামী ২৯শে জানুয়ারি ২৪
সোমবার বাদ ফজর থেকে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এতে প্রাধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন ঃ আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী,মহা পরিচালক, দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা হাটহাজারী, চট্টগ্রাম।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ঃ
মুফতি ইলিয়াস হামিদী সাহেব ঢাকা,
পরিচালক ঃ জামিয়া ইসলামিয়া দারুল উলুম ধানমন্ডি ঢাকা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঃ আল্লামা মাহমুদুল হাসান সাহেব, পরিচালক নাছিরুল ইসলাম ফতেহপুর মাদ্রাসা।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঃ
আল্লামা বেলার উদ্দিন নানুপুরী,
পরিচালক ঃ জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা নানু পুর।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঃ আল্লামা আবদুল হক হক্কানি সাহেব, সিনিয়র মুহাদ্দিস জোয়ারিয়ানালা,রামু, কক্সবাজার।
মুফতি হারুন ইজহার হাফিঃ চট্টগ্রাম।
সহ - পরিচালক ঃ জামিয়াতুন উলুম আল ইসলামিয়া, লালখান বাজার চট্টগ্রাম।
মুফতি মাওলানা নোমান কাসেমী সাহেব,ঢাকা।
মুহাদ্দিস জামিয়া দারুস' সুন্নাহ, হাতি ঝিল, ঢাকা।
আরো উপস্থিত থাকবেন ঃ হযরত আল্লামা আবদুছ ছমি সাহেব, হযরত মাওলানা আবদুল ওয়াদুদ সাহেব,হযরত আল্লামা সাকিব আমজাদ জমীরি সাহেব,হযরত মাওলানা মুফতি আরশাদ সাহেব, হযরত মাওলানা মুফতি খোরশেদ সাহেব, হযরত মাওলানা জাকারিয়া সাহেব, হযরত মাওলানা মুফতি আইয়ুব সাহেব, হযরত মাওলানা মুফতি মোজাহেরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা ওমর ফারুক সাহেব, হযরত মাওলানা আবু তাহের সাহেব।
উক্ত মাহফিলে সকলের প্রতি দাওয়াত রইল।