আমি রাজনৈতিক পদের কান্ডারী নই , জনসেবাই আমার পদ । নরসিংদীর জেলা পরিষদ চেয়ারম্যান যুবরাজ মনির ভূইয়া
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী।
নরসিংদীর ইসরাত উদ্দিন আহমেদ যুবরাজ মনির ভূঁইয়া বাংলাদেশে বর্তমানে সর্বকনিষ্ঠ জেলা পরিষদ চেয়ারম্যান। ছাত্র জীবনে তিনি যুবরাজ ভূঁইয়া হিসেবে পরিচিত ছিলেন,
নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে, নরসিংদীর প্রতিটি উপজেলা থেকে বিপুল ভোটে বিজয়ী আলহাজ্ব ইসরাত উদ্দিন আহমেদ যুবরাজ মনির ভূঁইয়া। নরসিংদীর জমিদার বংশের উত্তরসূরী ও মেধাবী ছাত্র হিসাবে বাংলাদেশের অন্যতম সেরা বিদ্যাপিঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র/ছাত্রীদের তালিকায় তিনি ছিলেন অন্যতম, তাহার কথাবার্তা আচার-আচরণ সর্বাধিক দিয়ে সৌন্দর্যে ও অধিকারী ছিলেন , একটি অফুটন্ত ফুলের মত । নরসিংদী জেলার গর্ব, মিষ্টভাষী, নরসিংদী জেলার উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে নরসিংদীর জেলা বাসীর পক্ষে আপনার প্রতি দোয়া, আন্তরিকতা থাকবে অফুরন্ত। একজন শিক্ষিত পরিবার গড়ে তুলতে যেমন একজন শিক্ষিত মায়ের প্রয়োজন তেমনি একটি দেশের, শিক্ষিত সমাজ ও উন্নয়নমূলক কর্মকান্ড করিতে হলে সুশিক্ষিত জনপ্রতিনিধি এবং সরকারের ও প্রয়োজন। আলহাজ্ব ইশরাত উদ্দিন আহমেদ যুবরাজ মনির ভূইয়া ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত থাকলেও তিনি রাজনৈতিক পদবীর কান্ডারী ছিলেন না । তিনি লেখাপড়ার পাশাপাশি অসহায় , গরীব ,দুঃখী মানুষের সেবায় আনন্দের মাধ্যমে নিজেকে বিলিয়ে দিতেন । জমিদার বংশের উত্তরসূরী বলে তাহাদের কোন অভাব অনটন বা পিছুটান ছিল না বলে সর্ব সময় অসহায় , গরিব , দুঃখী মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারতেন। ছাত্র জীবনে বিভিন্ন সাহায্য সহযোগিতায় হাত বিলিয়ে দেওয়ায় নরসিংদীতে জমিদার বাড়ির যুবরাজ মনির ভূঁইয়া নামেই ছিল পরিচিত। জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি রাস্তাঘাট , কালবাট ,ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ,ঈদগা, কবরস্থান,ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে যুবরাজ মনির ভূইয়া মহোদয় , নরসিংদী জেলাকে একটি আধুনিক ডিজিটাল জেলা হিসেবে রূপান্তরিত করিতে পারিবেন ইনশাআল্লাহ।