উপজেলা পরিষদ নির্বাচন: বগুড়ার কাহালুতে সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড়
মোঃ কাওছার মিয়া দিপু
জেলা প্রতিনিধি বগুড়াঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের তোড়জোড়। তফসিল ঘোষণা না হলেও আগাম প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। ইতিমধ্যে নির্বাচনী এলাকায় শুভেচ্ছা পোস্টার লাগিয়ে নিজ নিজ পরিচয় তুলে ধরছেন তারা। তবে আওয়ামী লীগ ছাড়া অন্য দলের সম্ভাব্য প্রার্থীদের এখনো চোখে পড়েনি। তফসিল ঘোষণা হলে হয়তো তারা নির্বাচনী মাঠে আসবে এমনটি মনে করছেন অনেকে।
আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চলতি মাসেই উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার ইঙ্গিতে সম্ভাব্য প্রার্থীদের মাঝে শুরু হয়েছে নির্বাচনী তোড়জোড়। বাংলাদেশ আওয়ামী লীগ এবার নির্বাচনে নৌকা প্রতীক দিবে না। সকলের জন্য উম্মুক্ত করে দিয়েছে।
কাহালু উপজেলা পরিষদ নির্বাচনে এবার সম্ভাব্য চেয়ারম্যান পদের জন্য যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ কাহালু উপজেলা শাখার সহ-সভাপতি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য এ,এনএম, অধ্যক্ষ আহছানুল হক তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন কিনলেও শেষ পর্যন্ত নৌকা পাননি। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন বলে জানা গেছে। আরেক সম্ভব্য প্রার্থী মুশফিকুর রহমান কাজল। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। কাহালু উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মালঞ্চা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল হাকিম এবার তিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে। এছাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র মো. ফরিদুর রহমান ফরিদ, বীরকেদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন প্রার্থী হতে পারেন।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ লালু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. ছাইফুল ইসলাম, বগুড়া জেলা আওয়ামী মৎস্য জীবি লীগের সহ-সভাপতি সৈয়দ রায়হান আলী, কাহালু উপজেলা তাঁতী লীগের সভাপতি শাহীন ফকির মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা, কাহালু পৌর সভার মহিলা কাউন্সিলর আছমা বেগমের নামও শোনা যাচ্ছে।