নাটোর সিংড়ায় হাইটেক পার্কে নারী উদ্যোক্তাদের মাঝে ল্যাপটব বিতরণ
এম এ খালেক খান :
নাটোর জেলার সিংড়া উপজেলার শেরকোলে অবস্থিত নবনির্মিত হাইটেক পার্কে ২৫ জানুয়ারি হার পাওয়ার প্রকল্প কর্তৃক প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পে নারী উদ্যোক্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ের উপর নানা দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ও ল্যাপটপ বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালযের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হার পাওয়ার প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত দায়িত্ব উপসচিব রায়হানা ইসলাম। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নাটোর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপসচিব মোহাম্মদ ওয়ালীউল হাসান, অপর বিশেষ অতিথিরা হলেন সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন, সিংড়া সার্কেলের সিনিয়র সরকারি পুলিশ সুপার মোঃ আখতারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশের শিক্ষা সম্প্রসারণের কিংবদন্তির নায়ক, বর্তমান যুগের আলোকবর্তিকা, শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএম এসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম ও সিংড়া উপজেলার 8 নং শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল প্রমুখ। অনুষ্ঠানে নাটোর, জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন নারী উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও আইটি বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে দুই শতটি ল্যাপটপ প্রদান করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস ও এর অঙ্গ সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিশটি ল্যাপটপ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুবিধাভোগি সদস্য, নানা শ্রেণীর কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও কর্মী, বিভিন্ন নারী সংগঠনের উদ্যোক্তা প্রতিনিধি, হার পাওয়ার প্রকল্পের কর্মকর্তা কর্মচারী, টিএমএসএস এর পক্ষে আইসিটি বিষয়ক সেক্টর প্রধান নিগার সুলতানা, টিএমএসএস এর অপারেশন ১১ নাটোর ডোমেইন প্রধান সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, টিএমএসএস এর কৈশোর কর্মসূচির সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলম খান, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান ও একান্ত সচিব প্রশাসন মোঃ আব্দুল হান্নান, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষার্থী অভিভাবক, স্থানীয় বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সমাপ্ত হয়।