নরসিংদীতে ৯৫/৯৭ ইং শিক্ষা বর্ষের ছাত্র/ ছাত্রীদের শীত উৎসব অনুষ্ঠিত।
মোঃ কামাল হোসেন প্রধান
জেলা প্রতিনিধি নরসিংদী
অদ্য ২৬/১/২০১৪ শুক্রবার নরসিংদী , ব্রাহ্মন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় ১৯৯৫ ইং সনের এস এস সি শিক্ষা বর্ষের ছাত্র /ছাত্রী ও ১৯ ৯৭ ইং সনের নরসিংদী সরকারি কলেজ শিক্ষা বর্ষের ছাত্র/ছাত্রী দের পক্ষে prolly +Sam Arbat বন্ধুদের উদ্যোগে নরসিংদী জেলা শিবপুর উপজেলা কুন্দারপাড়া সোনাই মুড়ি পার্কে প্রতি বছরের মতো এবার ও সকাল সকাল খেজুরের রস ও হরেক রকম শীত উৎসব পিঠার মাধ্যমে শুরু করে দিনভর আড্ডা আর শীতকালের খাবার সবার মাঝে বরাবরের মত আজও সাদামাটা আয়োজন টাকে মহা উৎসবের রঙ্গে রাঙ্গিয়ে দেওয়া হলো। এস এস সি ১৯৯৫ ইং / এইচ এস সি ১৯ ৯৭ ইং সনের ছাত্র-ছাত্রী বন্ধুদের সাথে প্রতি বছরের একটি দিন আনন্দের মাধ্যমে হারিয়ে যায় কখন কেউ বুঝতেও পারে নাই ,সারা দেশে বিভিন্ন জেলা কর্মজীবন কাটাচ্ছেন আমাদের প্রিয় বন্ধুগণ। শত ব্যস্ততায় মাঝেও চলে আসে আমাদের পুরনো স্মৃতি জাগ্রত করিতে, ঠিক তেমনি আজও আনন্দ উল্লাস হরেক রকম শীত কালীন খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শীত উৎসব এবারের মত সমাপ্ত হলো সন্ধ্যার পর । সারাদেশে কর্মজীবী বন্ধুদের মাঝে এমন একটি দিন প্রতিবছরে যেন খুঁজে পাই সে আশায় একটি বছর পার করতে হয় আমাদের । শত ব্যস্ততার মাঝেও একদিন বেঁচে নেন বন্ধুরা ফিরে পান অতীতের স্মৃতি আনন্দ উল্লাস এর মাঝে একটু শান্তিতে নিঃশ্বাস ফেলেন অনেকেই । যেতে নাহি চায় তবু যেতে দিতে হয় হায়রে হায়, আবার ফিরে আয় শীত উৎসব, এই কামনাই সকলের অন্তরে ।
মোঃ কামাল হোসেন প্রধান
জেলা প্রতিনিধি নরসিংদী
অদ্য ২৬/১/২০১৪ শুক্রবার নরসিংদী , ব্রাহ্মন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় ১৯৯৫ ইং সনের এস এস সি শিক্ষা বর্ষের ছাত্র /ছাত্রী ও ১৯ ৯৭ ইং সনের নরসিংদী সরকারি কলেজ শিক্ষা বর্ষের ছাত্র/ছাত্রী দের পক্ষে prolly +Sam Arbat বন্ধুদের উদ্যোগে নরসিংদী জেলা শিবপুর উপজেলা কুন্দারপাড়া সোনাই মুড়ি পার্কে প্রতি বছরের মতো এবার ও সকাল সকাল খেজুরের রস ও হরেক রকম শীত উৎসব পিঠার মাধ্যমে শুরু করে দিনভর আড্ডা আর শীতকালের খাবার সবার মাঝে বরাবরের মত আজও সাদামাটা আয়োজন টাকে মহা উৎসবের রঙ্গে রাঙ্গিয়ে দেওয়া হলো। এস এস সি ১৯৯৫ ইং / এইচ এস সি ১৯ ৯৭ ইং সনের ছাত্র-ছাত্রী বন্ধুদের সাথে প্রতি বছরের একটি দিন আনন্দের মাধ্যমে হারিয়ে যায় কখন কেউ বুঝতেও পারে নাই ,সারা দেশে বিভিন্ন জেলা কর্মজীবন কাটাচ্ছেন আমাদের প্রিয় বন্ধুগণ। শত ব্যস্ততায় মাঝেও চলে আসে আমাদের পুরনো স্মৃতি জাগ্রত করিতে, ঠিক তেমনি আজও আনন্দ উল্লাস হরেক রকম শীত কালীন খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শীত উৎসব এবারের মত সমাপ্ত হলো সন্ধ্যার পর । সারাদেশে কর্মজীবী বন্ধুদের মাঝে এমন একটি দিন প্রতিবছরে যেন খুঁজে পাই সে আশায় একটি বছর পার করতে হয় আমাদের । শত ব্যস্ততার মাঝেও একদিন বেঁচে নেন বন্ধুরা ফিরে পান অতীতের স্মৃতি আনন্দ উল্লাস এর মাঝে একটু শান্তিতে নিঃশ্বাস ফেলেন অনেকেই । যেতে নাহি চায় তবু যেতে দিতে হয় হায়রে হায়, আবার ফিরে আয় শীত উৎসব, এই কামনাই সকলের অন্তরে ।