অসুস্থ রোগীর পাশে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন
বগুড়া, জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলা কমিটির সাবেক সভাপতি, সাংবাদিক তানসেন আলী মন্টু ভাইয়ের ভাতিজা সড়ক দুর্ঘটনা জনিত কারণে বর্তমান বগুড়া, ইসলামি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আলহামদুলিল্লাহ, তার বাম পায়ে অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে।
তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সম্মানিত সভাপতি, সাংবাদিক, চিকিৎসা প্রযুক্তিবিদ, মোঃ আরমান হোসেন ডলার।
তিনি রুগীর সার্বিক খোঁজ খবর এবং চিকিৎসা ব্যবস্থার বিষয়ে খোঁজ খবর নিতে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, এবিএম মাজেদুর রহমান জুয়েল এর সঙ্গে সার্বিক আলাপ আলোচনা হয়। তিনি আশ্বস্ত করে বলেন, রোগীর জন্য তিনি সর্বোচ্চ সুযোগ-সুবিধা ও সেবার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ।