আমি তৃতীয় লিঙ্গ হওয়ার কারনে আমার উপর নির্যাত চালায় আমার পরিবার।
মাটি মামুন রংপুর।
ঘটনাটি ঘটে রংপুর নগরীর মহাবেদপুর ২৬ নং ওয়ার্ড কোতয়ালী থানা এলাকায়।
হাসপাতাল ও অভিযোগ সূত্রে জানা যায়
নগরীর নুরপুর মহাবেদপুর এলাকার মৃতঃ রফিকুল ইসলাম এর পুত্র শহিদ হোসেন প্লাবন তৃতীয় লিঙ্গ হওয়ায় এবং রংপুরে দ্বাদশ জাতীয় নির্বাচনের তৃতীয় লিঙ্গের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার ইসলাম রানীর সাথে কাজ করায় তার উপর হামলা চালায় তার পরিবার ও স্থানীয়রা।
শহিদ হোসেন প্লাবন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ
হাসপাতালে অর্থসার্জারী বিভাগের ৩১নং ওয়ার্ডে চিকিৎসা ধির অবস্থায় আছেন।
এ বিষয়ে ভুক্তভোগী প্লাবন বলেন
আমি তৃতীয় লিঙ্গ হওয়ার কারনে আমার উপর হামলা চালায় সজিব হোসেন, মোঃ শহিদুল ইসলাম,মোঃ জাহাঙ্গীর।
যোগসাজসে আমার পিতার নামীয় জমি আমার প্রাপ্য বুঝাইয়া না দিয়া তাহারা নিজেরাই ভোগদখল করিয়া
আসিতেছে এবং আমাকে বাড়ীতে থাকতে দিতেছে না। আমি আমার জমির ভাগ চাহিলে বিবাদীগন
আমাকে খুন জখমসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও
হুমকি ধামকি প্রদান করে।
এমতাবস্থায় ঘটনার দিন ২৫/০১/২০২৪ খ্রিঃ রাত্রী অনুমান ১১.৩০ ঘটিকার সময় কাউন্সিলর অফিস হইতে বাড়ীতে ফেরারপর আমাকে অতর্কিতভাবে এলোপাথারীভাবে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় ছেলা ফুলা জখম করে।
একপর্যায়ে আমার ঘরে থাকা নগদ ১,২০,০০০/টাকা ও আট আনা ওজনের একটি স্বর্নের চেইন, মূল্য ৫০,০০০/-টাকা নিয়ে আমাকে বাড়ী হইতে বের করে দেয়।
মারপিটের কারনে আমার পা গুরুতর আঘাত প্রাপ্ত হই । আমি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতারে
চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছি।
এবিষয়ে রংপুর মেট্রো কোতোয়ালি থানায় তিন জন কে আসামী করে অভিযোগ দায়ের করেন।