একটি হারানো বিজ্ঞপ্তি:: কালিতলা নিবাসী, বর্তমান দিঘলকান্দি গ্রামের তরফদার পাড়া পার্ক সংলগ্ন বাঁধে বসবাস কারী মজিবরের ছেলে- মোঃ সোহাগ, বয়স আনুমানিক ১০ বছর। গতকাল ২৭ জানুয়ারি আনুমানিক দুপুর ১ টার সময়, তার নানার বাড়ি বড়ইকান্দি থেকে হারিয়ে গিয়াছে। কোন সহৃদয়বান ব্যক্তি যদি তার খোঁজ পেয়ে থাকেন, দয়া করে উক্ত নাম্বারে যোগাযোগ করবেন, 01613620200, বাড়ির ঠিকানা : দীঘলকান্দি তরফদার পাড়া পার্ক।