ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতা আরিফের শীতবস্ত্র বিতরণ ।
মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এমপির আহবানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ২৮ জানুয়ারী রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কেন্দ্রীয় যুবলীগের সহ -সম্পাদক আরিফুল ইসলাম আরিফের সৌজনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ -সম্পাদক মো: আরিফুল ইসলাম আরিফের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম দুলালের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবাশীষ দত্ত সমীর, কেন্দ্রীয় যুবলীগের সহ- সম্পাদক আরিফুল ইসলাম আরিফ। । অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো: মোস্তফা, নারগুন ইউনিয়ন যুবলীগের সভাপতি সানাউল হক, সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরু, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার সরকার, ওয়ার্ড যুবলীগ সভাপতি আমজাদ হোসেন, ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ললিতা রানী সরকার, ইউনিয়ন যুবলীগের সহ -সভাপতি রফিকুল ইসলাম, ইউপি সদস্য তোহিদুল ইসলাম, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারগুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহাবুব আলম। এ সময় নারগুন ইউনিয়ন ও আশপাশের প্রায় ৫ শতাধিক দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।