বগুড়ায় ফসলি জমির মাটি কেটে বিক্রি
মোঃ কাউসার মিয়া দিপু
বগুড়া জেলা প্রতিনিধি
==================
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের যুগিগাঁতী গ্রামের ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি বিক্রি করা হচ্ছে। এতে আশপাশের ফসলি জমি ভাঙ্গনের কবলে পড়েছে। এ বিষয়ে রবিবার যুগিগাঁতী, তেলিগাঁতী ও নাগেশ্বরগাঁতী গ্রামের ভূমি মালিকেরা ধুনট ভূমি অফিসে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে জানা গেছে, যুগিগাঁতী গ্রাম, রুদ্রবাড়িয়া গ্রাম ও চালাপাড়া গ্রামের কিছু প্রভাবশালীরা ভেকু মেশিন দিয়ে যুগিগাঁতী গ্রামের ফসলী জমি থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছেন। গভীর গর্ত করে মাটি বিক্রি করায় প্রতিবেশি মেহেদী হাসান, খলিল মল্লিক ও ফটিকসহ অনেক কৃষকের জমি ভাঙ্গনের কবলে পড়েছে। এছাড়া মাটি বিক্রির ট্রাকগুলো নির্বিগ্নে চলাচলা করায় গ্রামীণ রাস্তা ভেঙ্গে জনদূর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের। এবিষয়ে যুগিগাঁতী, তেলিগাঁতী ও নাগেশ^রগাঁতী গ্রামের ভূমি মালিকের পক্ষে মেহদী হাসান অবৈধভাবে মাটি বিক্রি বন্ধ করতে ধুনট ভূমি অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন। শুধু যুগিগাঁতি গ্রামেই নয়, একইভাবে বিশ্বহরিগাছা-ফড়িংহাটাসহ বিভিন্ন গ্রামগঞ্জের ফসলী জমিই এখন ভূমিদস্যুদের দখলে রয়েছে। মাঝেমধ্যে প্রশাসন অভিযান চালিয়ে জরিমানাসহ মালামাল জব্দ করলেও আবারো সক্রীয় হয়ে ওঠে তারা।ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন জানান, অবৈধ বালু ও মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।