কবি এ এস এম সাদেকুল ইসলাম। এর কবিতা – ঈমান শ্রেষ্ঠ হাতিয়ার।
শোন হে মোমিন আলেম জ্ঞানী
শোন হে! তোমায় বলছি আমি
কেনো আজ? গাফেল ঘুমে মগ্নতায়,
ভাবছো কী তাই খোদায় পাবি
পয়সা হলেই মক্কা যাবি –
দেখ্ -মুসলমানের রক্ত বহে সারা দুনিয়ায়।
কোরআন বলছে জেহাদ করো
নবীর বাণী শুদ্ধাচার,
পন্ড করে দাও তাদের ছলাকলা
ঈমান তোমার শ্রেষ্ঠ হাতিয়ার।
খোদাভীতি জীবন গড়ো
পূর্ন দ্বীনে দাখিল করো
তোমার জীবন করো শুদ্ধ সংস্কার,
তবে হকের বিজয় আসবে ততো
মুক্তি পাবে জুলুম যতো
বাঁচাও’ বাঁচাও করুণ হাহাকার।
নবীর বাণী, ক্ষুদ্র ঈমান
ঘৃনা করা অন্যায়- অবিচার,
আর না কভু চুপ নাহি রও
জবান খুলে হক্ব কথা কও
ফাঁসির মঞ্চে জুলবে যদিও
বেহেস্ত তোমায় ডাকছে বারে- বার।।
তুফান ভারী দিতে পাড়ি
এক্বিন করো শক্ত ভারী
মরণ হলো জীবন সাথী
মরণ কভু ভয় না রে-,
খোদার পথে মরণ যাদের
শ্রেষ্ঠ জীবন দু- কূল তাদের
মরণ তাদের হয় না রে।
ইসলাম নামের লেবাস পরেও
ইসলাম বিরোধ কর্মকরা,
কবর দেশে বুঝবে সেদিন
ফেরেশতা র হাতে পরলে ধরা।
মুখের কথায় কাজে ফাঁকি
এতো কপটমতির পরিচয়,
কথায় কর্মে ইসলাম মানো
কুরআন’ কিতাব তাইতো কয়।
সময় থাকতে ভেলা ধরো
অবেলাতে নাইরে ফল,
জীবন শেষের করুণ ক্ষনে
কাজ হবে না হায়! কহনে
নিরবতায় ফেললে সেদিন,
অবিরত আঁখিজল।