যতদিন বেঁচে থাকবো জনগণের সেবা করে যাব আলহাজ্ব মনির হোসেন ভূঁইয়া
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী।
অদ্য ১/২/২৪ ইং বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা পরিষদ মিলনায়তনে সাবেক নরসিংদী জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদুজ্জামান এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ( উপসচিব) মোঃ আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান, যুবরাজ আলহাজ্ব মুনির হোসেন ভূঁইয়া, প্রধান অতিথি বলেন , সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদুজ্জামান যেভাবে নরসিংদী জেলার মানুষের জন্য সেবার মাধ্যমে কাজ করে গেছেন আমিও সেই ভাবে কাজ করে যেতে চাই, আর কাজ করতে হলে আপনাদের সার্বিক সহযোগিতার প্রয়োজন। আমি চাই মরহুম আসাদুজ্জামান যেভাবে সৎ হয়ে নরসিংদী জেলা বাসিকে সেবা দিয়ে গেছেন সেই ভাবে নরসিংদী জেলাকে সাজাতে, আপনারা উনার জন্য দোয়া করিবেন আল্লাহর যেন উনাকে বেহেস্তের সর্বোচ্চ মোকাম দান করেন । আর উনার পরিবারের পরিজন যারা আছেন আমাদেরকে সহ সকলের জন্য দোয়া করিবেন, আমি যেন সকলের জন্য কাজ করে যেতে পারি। আমি যতদিন বেঁচে থাকিব নরসিংদী জেলাবাসীর জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। পরিশেষে আজকে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সকলের দীর্ঘায়ু কামনা করেন । উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক নরসিংদী জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও সাবেক নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান মরহুম আসাদুজ্জামান এর সুযোগ্য ২ কন্যা এবং জেলা পরিষদের সদস্যগণ , জেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ ,নরসিংদী জেলা থেকে আগত বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।