বাড্ডা থানায় ওসি মোহাম্মদ ইয়াসীন গাজী যোগদানের পর বদলে গেছে থানার চিত্র
মোঃ খাইরুজ্জামান সজিব
বিশেষ প্রতিনিধি
ওসি মোহাম্মদ ইয়াসীন গাজী বাড্ডা থানায় যোগদানের পরেই পাল্টে যায় থানার চিত্র। পুলিশ শাসক নয়, পুলিশ শোষক নয়, পুলিশ জনগনের সেবক। এই মন্ত্রে উজ্জীবিত এখন পুরো বাড্ডা থানার পুরো সকল সদস্য। তাই হ্রাস পেয়েছে পুলিশ কর্তৃক মানুষের হয়রানি। ন্যায়বিচারের মূলে পুলিশের নিরপেক্ষতা এবং সততা। এর সাথে জড়িয়ে রয়েছে দেশের অন্যতম একটি বাহিনীর ভাবমূর্তি। একমাত্র এই বাহিনীকেই জনসাধারণের সহস্পর্শে যেতে হয়, পেশাদারিত্বের স্বার্থে। তাই অনেক সময় বিভিন্ন কারনে বা অকারণে লোভ লালসা বশবর্তী হয়ে পড়েন কিছু সদস্য। এসব বিষয় বিবেচনায় রেখে সাহসী কিছু উদ্যোগ নিয়েছেন ওসি মোহাম্মদ ইয়াসীন গাজী সকল শক্তি- অপশক্তিকে অপেক্ষা করে মেধা যোগ্যতাও স্বচ্ছতার ভিত্তিতে কনস্টেবলদের প্রতিশ্রুতি পূরনে প্রেরণাদীপ্ত পরাঙ্গমতা প্রদর্শনের সফল হয়েছেন তিনি। ওসি মোহাম্মদ ইয়াসীন গাজী বাড্ডা থানায় গত-০৮/১১/২০২৩ ইং তারিখে যোগদানের পর থেকেই তার কাজের সাফল্য ধারাবাহিকতা কালের সাক্ষী হয়ে থাকবে বাড্ডা থানার ইতিহাসে বাড্ডা থানায় যোগদানের পর তিনি সাধারণ মানুষের পাশা-পাশি জয়- করে নিয়েছেন বিভিন্ন মহলেরও মন বাড্ডা থানার সকল এলাকার যুব সমাজ যখন মাদকের ছোবলে ধবংসের দ্বারপ্রান্তে তখন মাদকের বিরুদ্ধে রীতিমত যুদ্ধ ঘোষনা করেছেন তিনি। ওসি মোহাম্মদ ইয়াসীন গাজী সাহসীকতার নেতৃত্বে রীতিমত চেকপোষ্ট ও অভিযানে মাদক উদ্ধার হচ্ছে ফলে প্রায়ই উদ্ধার হচ্ছে মাদক। বাড্ডা থানায় তার যোগদানের পর পাল্টে যেতে শুরু করে পুলিশের বেশ কিছু চিত্র পরিবর্তন আসে সকল ক্ষেত্রে। তার দক্ষ তদারকিতে নিয়মিত চেকপোস্ট, বিট পুলিশিং মিটিং ওপেন হাউজ ডে সাধারণ জনতার পরামর্শের গুরুত্ব দিয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার থানা এলাকায় যেনো কোনো জঙ্গী তৎপরতা বাড়াতে না পারে। সেজন্য রীতিমত সিআইএমএস ফরম বিতরনও সংগ্রহ অভিযান যোরদার করা হয়েছে এসময় এ পুলিশ কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি মোঃ খাইরুজ্জামান সজিব কে জানান আমার গুলশান বিভাগের সুযোগ্য উপ- পুলিশ কমিশনা রিফাত রহমান শামীম পিপিএম স্যার এবং বাড্ডা জোনের অতিরিক্ত উপ- পুলিশ কমিশানার এবং বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার স্যারের দিক নির্দেশনায় বাড্ডা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়মিত টিম ওয়ার্ক যোরদার করা হচ্ছে। জনগনের জান মালের নিরাপত্রা দেওয়ার দায়িত্বও কর্তব্য আমাদের সকল পুলিশ সদস্যর সেবাও সদাচার ডিএমপির অঙ্গীকার এই স্লোগানকে নিয়ে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিভাবক শ্রদ্বাভাজন হাবীবুর রহমান বিপিএম বার পিপিএম বার স্যারের দিকনির্দেশনায় আমরা ডিএমপির সকল থানার অফিসার্স ইনচার্জ নিরলসভাবে কাজ করে যাচ্ছি।