আজ সাংবাদিক মাটি মামুন এর প্রথম মেয়ে মাহামুদা আক্তার মটি এর (১৬)তম শুভ জন্মদিন।
১৬ বছর পেরিয়ে ১৭ বছরে পর্দাপণ করলো তাই সকলের কাছে দোয়া করবেন।
মিষ্টি আলোর,
ঝিকিমিকি সবুজ ঘাসে ঘাসে
স্নিগ্ধ হওয়ায় দুলিয়ে
মাথা ফুলের কলি হাঁসে।
পাখির গানে পরিবেশে
মায়াবি এক ধোঁয়া,
পেয়েছে ওরা তোমার
শুভ জন্মদিনের ছোঁয়া।