মোঃ আতিকুল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি
দেশের সর্ব বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল -জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার কেরাত বিভাগের প্রধান মাওলানা ক্বারী মুঈনুদ্দিন রহঃ এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
৪ ই ফেব্রুয়ারী রবিবার বাদে জোহর হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা মাঠে মাদ্রাসার মহা পরিচালক মুফতি খলিল আহমদ কাসেমী সাহেব এর ইমামতিতে নামাজে জানাজা সম্পন্ন হয়, জানাজা শেষে মাকবারায়ে জামিয়ায় হুজুরের দাফন সম্পন্ন হয়।
মাওলানা মুঈনুদ্দীন (রহ.) প্রায় ৩০ বছর যাবত দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায় ইলমি খেদমতে রত ছিলেন। তিনি একজন আলেম ও কারী ছিলেন। প্রায় ৩০ বছর যাবত তিনি এখানে শিক্ষকতার খিদমতে ছিলেন। সাদাসিধে ও সহজ-সরল জীবন যাপন করতেন, নিবৃত্তে থাকতেন এবং সবার সাথে সুন্দর আচরণ করতেন। এ পর্যন্ত তার দরসে হাজার হাজার আলেম দরস নিয়েছেন। ছাত্রদের প্রতিও হযরত অত্যন্ত স্নেহপরায়ণ ও দয়াদ্র ছিলেন। ইন্তিকালের আগ পর্যন্ত তিনি ইলমে-দ্বীন ও কুরআনের খেদমত আঞ্জাম দিয়ে গেছেন।
উল্লেখ্য, উল্লেখ্য, দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার দীর্ঘদিনের শিক্ষক মাওলানা কারী মুঈনুদ্দীন শনিবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। ইন্তিকালের সময় তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘ দিন ধরে তিনি রোগে ভূগছিলেন, তার গোটা জামিয়ার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।