এম এ খালেক খান :
পাবনা এডভোকেট বার সমিতির একাধিক বার নির্বাচিত সাবেক সভাপতি, সাধারন সম্পাদক, আঞ্জুমান মুফিদুল ইসলাম পাবনার কার্যকরী সদস্য, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পাবনা জেলা সভাপতি, প্রবীণ আইনজীবি এম এ মতিন দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে পাবনা শহরের বেলতলা রোডস্থ নিজ বাসায় অবস্থান করছেন। অসুস্থ এম এ মতিন কে দেখতে গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর বেলতলার বাসায় যান প্রস্তাবিত মাহাতাব বিশ্বাস সাইন্স এন্ড টেকনোলোজি বে-সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, পাবনা সদর উপজেলার দুবলিয়া হাজী জসীম উদ্দীন ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, দুবলিয়া ফজিলতুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা সভাপতি, পাবনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস। অধ্যক্ষ মাতবউদ্দিন বিশ্বাস এডভোকেট আব্দুল মতিনকে মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা রেখে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানান। তিনি এডভোকেট আব্দুল মতিন কে অসুস্থ থেকে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রেখে শুয়ে পড়ে হলেও নামাজ কালাম ও তসবি তেলাওয়াত করার পরামর্শ দেন। অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস তাঁর শারীরিক অবস্থার খোজ খবর নিয়ে বলেন এম এ মতিন‘র মেয়ের সাথে তার ছেলের বিবাহ বন্ধন সূত্রে আত্নিয় হওয়ার পূর্বেই তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ গভীর সর্ম্পক ছিলো। কেননা বাল্যকাল থেকে তারা পরস্পর বন্ধু। তিনি তার অসুস্থ্য বন্ধুর আশু রোগমুক্তি কামনায় মন খুলে দোয়া করেন। এ সময় মহাতব বিশ্বাসের সাথে উপস্থিত ছিলেন দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক এস এম মাহবুব আলম। অসুস্থ এডভোকেট এম এ মতিন কে অধ্যক্ষ মহাতম বিশ্বাস ও সাংবাদিক এস এম মাহবুব আলম তার বাসায় দেখতে যাওয়ার জন্য এডভোকেট এম এ মতিন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।