ভোলা প্রতিনিধি:
ভোলায় দুই কেজি গাঁজাসহ মো. মমিনুর রহমান (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারী) বিকাল সোয়া ৫ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা-লক্ষীপুর গামী লঞ্চঘাটের পল্টনের উপর থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মো. মমিনুর রহমান ভোলার সদর থানার মধ্য রতনপুর ৮নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাক জীবনের ছেলে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার বিকাল সোয়া ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা-লক্ষীপুর গামী লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালিয়ে পল্টনের উপর থেকে মো. মমিনুর রহমান নামের এক যুবককে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।
কামরুজ্জামান শাহীন/ভোলা/০১৭১২-৯৬০৭৪/০১৯১২-৯৬০৭৪