লেখক – আয়শা বেগম, টিএমএসএস পরিচালনা পর্ষদ
বগুড়ার কৃতি সন্তান দেশের নারী জাগরণের পথিকৃৎ, শীষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম সহ টিএমএসএস পরিবারের অন্য সদস্যরা অল ইন্ডিয়ার বিশ্বখ্যাত এ্যাপোলো গ্রুপের দিল্লির ইন্দ্রাপাস্থা এ্যাপোলো হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের প্রশাসনিক দপ্তর থেকে নিয়োজিত হাসপাতালের প্রটোকল অফিসার সোনিয়া মালিক আরোরা কর্তৃক বাইরের গেটে বিদায় দেন। এ সময় বাংলাদেশের মোছাঃ আশা খাতুন নামক মেয়ে বগুড়ার টিএমএসএস নার্সিং কলেজ থেকে গ্র্যাজুয়েশন করে দিল্লির এ্যাপোলো হাসপাতালে পাঁচ বছর যাবত চাকুরী করছেন। দূর থেকে তিনি আমাদের দিকে তাকিয়েই চিল্লিয়ে উঠে বলছিলেন, আপনি হোসেন আরা ম্যাম এখানে, আপনি হোসেন আরা ম্যাম এখানে? আমি কি স্বপ্ন দেখছি, ম্যাম আপনি এখানে, ঐ সময় আশা তার কলিগদেরকে বলছিলেন, এই ম্যাম বাংলাদেশে অনেক পপুলার। তখন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ডক্টর হোসনে আরা বেগম ম্যাডাম বলছিলেন, আমি হয়তোবা দেশে Poor-দের নিকট পপুলার। তখন আশা বলছিলেন, বগুড়ার টিএমএসএস নার্সিং কলেজ না থাকলে আমি যে কোথায় কোন নিচুতে থাকতাম, সেটা ভাবতে পারছি না। টিএমএসএস এর নাসিং কলেজের জন্যই আজ আমি এই পর্যায়ে এসেছি। ম্যামদের জন্য আমরা সব সময় দোয়া করি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।