রিপন চন্দ্র দাস জীবন
ঈশান কোণে মেঘ করেছে
গাভী বেড়ায় উড়ে,
উপর থেকে ডিম পেড়েছে
নিচ্ছে রাখাল কুড়ে!
অবাক করা এমন কথা
শুনছো নি ভাই কবে?
এমন আজব গাভী দেখে
ভয় করেছে সবে!
গাভীর মালিক বল্টু ছিলো
আসলে সে পাজি,
গাভীর ছিলো দুটো ডানা
দেখায় এমন বাজী।
করতোয়া নদীর উপর
উড়ে আকাশ পানে,
গলায় ছিলো হীরের মালা
সোনার দুল যে কানে!
নাদুস-নুদুস গাভী তখন
যাচ্ছে গ্রামটি ছেড়ে,
রূপকথার এই গাভীর রূপে
মন নিয়েছে কেড়ে!