শাকিল মাহমুদ শাহিন
একাত্তরে আমার জন্ম হয়নি
শুনেছি যুদ্ধের কাহিনী
দেশকে স্বাধীন করার জন্য
গড়েছে মুক্তি বাহিনী।
কেউ হারিয়েছে বুকের ধন
কেউ হারালো ভাই
তাদের মত দেশ প্রেমিক
বিশ্বে কোথাও নাই।
বীরাঙ্গনা হলো ইজ্জত হারিয়ে
মা বোন করেছে যুদ্ধ
বাংলাদেশকে স্বাধীন করেছে
বাঙালি জাতি মুগ্ধ।
পাকদের অত্যাচারে বাঙালিরা
ছেড়েছে বাড়ীঘর
চেয়েছিল আপনজনদের করবে
পাকসেনারা পর।
মুক্তি সেনারা যুদ্ধ করেছে
দীর্ঘ নয়টি মাস
বাংলাদেশকে স্বাধীন করে
গড়েছে ইতিহাস।
ষোলই ডিসেম্বরে বিজয় দিবস
ছাব্বিশে মার্চে স্বাধীন
শত্রুকে মুক্ত করে বাঙালীরা
থাকেনি আর পরাধীন।
বেতারের মাধ্যমে দিয়েছে যখন
স্বাধীনতার ঘোষণা
বাঙালি জাতি ও মুক্তি সেনার
এটাই বড় পাওনা।