হানিফ রাজা
মিষ্টি লয়ে
যাচ্ছে বয়ে
জামাই বাবু
হচ্ছে কাবু।
কোথা যাও ভাই?
শুনতে যে চাই।
শ্বশুর বাড়ি
রসের হাঁড়ি।
আছে তাড়া
একটু দাঁড়া
সময় যে নাই
ছেড়ে দে ভাই।
সন্ধ্যা যখন
ফিরবো তখন
বেশ তবে যাই
শুনতে পাও ভাই?
গল্প করে
পেটটি ভরে
আরাম বেশ পায়
বেলা যে যায়।