বগুড়ায় টিএমএসএস কর্তৃক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
এম এ খালেক খান :
বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজ সেবক, দেশে শিক্ষা সম্প্রসারণের কিংবদন্তির নায়ক, বর্তমান যুগের আলোকবর্তিকা, বগুড়ার অহংকার, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের কৃষি সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার জেলার শাজাহানপুর উপজেলায় টিএমএসএসের উদ্যোগে নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদন শীর্ষক রঙিন ফুলকপি প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চুপিনগর ইউনিয়নের শাহনগর গ্রামে ৫ ফেব্রুয়ারি এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। স্থানীয় ৫০ জন কৃষক মাঠ দিবসে অংশ নেন।
চুপিনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান বাবলুর সভাপতিত্বে কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর কর্মকর্তা ভ্যালুচেইন স্পেশালিষ্ট মোঃ রাফিজুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রোগ্রাম ম্যানেজার জেসমিন আরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিএমএসএসের সিনিয়র সহকারি পরিচালক ও প্রকল্প সমন্বয়ক মোঃ আব্দুল কুদ্দুস। অন্যদের মধ্যে প্রকল্পের ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর কৃষিবিদ এবিএম মাহমুদুল হাছান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান ও মোঃ আফতাব উদ্দিন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের এম আই এস অফিসার মোঃ ইমরান মন্ডল, সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটর কুতুব উদ্দিন ও বিলাস সরকার প্রমুখ। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় টিএমএসএস কর্তৃক বগুড়া জেলার ৪ টি উপজেলায় উপ-প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন প্রকল্পের ম্যাকেটিং ম্যানেজার মোঃ রোস্তম আলী। মাঠ দিবস অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, ৫০জন সুবিধাভোগী কৃষকসহ, অন্যান্য কৃষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।