ভারতের এ্যাপোলো হাসপাতালের ডাক্তারদ
ফেরদৌস রহমান (একান্ত সচিব) নির্বাহী পরিচালক টিএমএসএস :
ভারতের এ্যাপোলো গ্রুপের দিল্লিস্থ Indrapastha Apollo Hospital এর চিকিৎসা ব্যবস্থাপনা সমন্বয়কারী কর্মকর্তা মিঃ অজিত এর অধীর আগ্রহে এক্স-ট্রেজারার টিএমএসএস লায়ন আয়শা বেগম ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগমসহ সকলেই এ্যাপোলো হাসপাতালের পাঠানো গাড়িতেই হাসপাতালে পৌছে গেলাম। এ্যাপোলো হাসপাতাল চত্বরে প্রবেশ করে বিশালত্ব দেখে আমারা প্রথম দেখা হেতু স্তম্ভিত হচ্ছিলাম। প্রথমত ডেপুটি ম্যানেজার সোনিয়া মালিক আরোরা এসে এমনভাবে অভ্যর্থনা দিয়ে বিশাল ভবনের দুই নম্বর বেইজমেন্ট সভাকক্ষে যাচ্ছিলেন আর বলছিলেন, আলোচনার শেষে আপনাদের সবকিছু দেখাব। সভাকক্ষে গিয়ে ডাঃ দীপাঞ্জন পান্ডা, ডাঃ নিরব গয়াল, ডাঃ ভারুন বানসাল সহ যারা ছিলেন তাঁদের দায়িত্ব-কর্তব্যের বিশালত্ব, মহত্ব বর্ণনার সাথে নিজেদের পরিচয় দিচ্ছেলেন। এমন সময় নির্বাহী পরিচালক আমাদের কানে কানে বলছিলেন, প্রত্যেকেই আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ ডাক্তার স্ব-স্ব ক্ষেত্রে আইকন অথচ তারা এ্যাপোলো হাসপাতালে নিজেদের চাকুরী বিবরণী দিয়েই পরিচয়কে প্রাধান্য দিচ্ছেন। আমরা হলে উল্টোটা করতাম। এ্যাপোলো হাসপাতালের ডাক্তারগণের সাথে টিএমএসএস এর Collaboration করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে উত্তরবঙ্গের চিকিৎসা বঞ্চিত ব্যক্তিদের নিমিত্তে কিডনি-লিভার প্রতিস্থাপন, বোনমেরু ট্রান্সপ্লান্ট, বিশ্বসেরা রোবটিক সার্জারী,স্টেম সেল ট্রিটমেন্ট, সিপিটি, এমআরআই, সিপিটি সিটি স্ক্যান, ট্রোমোথেরাপি ইত্যাদি অত্যাধুনিক মেশিনারিজ দ্বারা বাংলাদেশের বগুড়ায় টিএমএসএস এ চিকিৎসা কার্য চালানোর জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে সফল আলোচনা হয়। এ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ টিএমএসএস এর সদিচ্ছার জন্য বারংবার ধন্যবাদ জানানোর পাশাপাশি উপহার সামগ্রী দেন। এ সময় এ্যাপোলো হাসপাতালের ডাক্তার,কর্মকর্তা, টিএমএসএসের সাবেক কোষাধ্যক্ষ আয়শা বেগম ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।