কলমে : তানিয়া রহমান প্রেমা
মৌনশক্তিকে ভর করে এগুবো আজ
দেহের শক্তি না হয় নিলে কেড়ে।
শত ইচ্ছে থাকা সত্ত্বেও রইলাম খামোশ
তোমার নিষিদ্ধ চরন জেদের জোড়ে।
যুদ্ধের ময়দানে আমি যে নিঃস্ব সৈনিক
খুব সহসাই পারলে হারাতে,
শুধু একটু ইচ্ছের জেড়েই হতাম জয়ি
পারতাম শের উচু করে দাড়াতে।
মৌন ইচ্ছের বিরুদ্ধ চারনে হলাম প্রতিহত
লুকানো ক্রন্দন ধীরগতিতে যে,
হৃদ-জমিতে করছে ক্ষত-বিক্ষত।
মনে রেখ,সম-সাময়িক কালের জন্য
এই পথকে করলে রুদ্ধ,
আসবে সময় আমার ও একদিন,
সেদিন, লড়বো সব যুদ্ধ।
ভেবোনা তবে মেনেছি হার,কটু-কথার ভয়ে
কোন একদিন আসবো ফিরে,গর্জে উঠবো জয়ে।