মানুষ চিনার চিহৃ নাই
রচনায়ঃ এ এস এম সাদেকুল ইসলাম।।
ডুরা ডুরা দাগ কে –বাঘ কে চেনা যায়
ফন ফনা ফন -ফনা দেখে
সাপ কে চেনা যায়
দেশ বিদেশে ঘুরে ফিরে
গাও গেড়াম আর শহরে
কত মানুষ আসে- যায়–
তবু নাহী চিনতে পাই।
মানুষ চিনার চিহৃ নাই রে–
মানুষ চিনার চিহ্ন নাই ||♪
হাজার রূপে রূপি যারা
হাজার পদের গুণী তারা
মাটি দিয়ে দেহ ভাস্কর-২
বানাইলো সেই মহান সাঁই ||♪
মানুষ চিনার চিহৃ নাই রে–
মানুষ চিনার চিহৃ নাই ||
দশ ইন্দ্রীয়ে মানুষ গড়া,
সেই, মহান আল্লাহর সৃষ্টি করা(২)
কর্মগুণে সফল তারা।
কর্মদুষে চিতার ছাঁই ||♪
মানুষ -চিনার চিহৃ নাই রে–
মানুষ চিনার চিহৃ নাই ||
স্বার্থ দেখে ভালোবাসে —
ছলনাতে কাছে আসে
মানুষ! স্বার্থ দেখে ভালোবাসে
ছলনাতে কাছে আসে
স্বার্থহীনা — করে ঘৃনা
বলে যায়, বাই বাই ||
মানুষ চিনার চিহৃ নাই – রে
মানুষ চিনার চিহৃ নাই ||
কত মানুষ দেখি আমি-(২)
ভেদ- জানে মোর অন্তর্যামী ২
সাদেক যে হয় কল্যাণকামী—
পরের জন্য ভাবে যেই জন
নিজের জন্য জোটে ঠাঁই ||
মানুষ চিনার চিহৃ নাই – রে
মানুষ চিনার চিহৃ নাই ||