সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়ায় টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদক এর নাম / ৮৬ বার পড়া হয়েছে
বর্তমান সময় সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

এম এ খালেক খান

বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরির্বতন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, দেশে শিক্ষা সম্প্রসারণের কিংবদন্তির নায়ক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, বর্তমান যুগের আলোকবতিকা, বগুড়ার অহংকার অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার  টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা ও টিপিএসসি এর গর্ভনিং বডির  চেয়ারম্যান আয়শা বেগম এর সভাপতিত্বে ৪ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিন ১০ ফেব্রুয়ারী বিভিন্ন ইভেন্টগুলি অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির নবাগত উপাচার্য প্রফেসর ডক্টর চিত্তরঞ্জন মিশ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর হোসনে-আরা বেগম অশোকা ফেলো। তিনি উপস্থিত সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠান সারা দেশে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, চিকিৎসা, কৃষি, সমাজ উন্নয়ন, তথা সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। আজকের এ প্রতিযোগিতা অনুষ্ঠান ক্রীড়া মোদিদের জন্য গুরুত্ব বহন করে। তিনি এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারীদের উদ্দেশ্যে বলেন মানুষের শরীরের জন্য যেমন পুষ্টির প্রয়োজন, তেমনী মনের পরিতৃপ্তির জন্য খেলাধুলার প্রয়োজন। তিনি আরও বলেন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। ডক্টর হোসনে আরা বেগম বলেন আজকের এ প্রতিযোগিতায় যারা বিজয়ী হবে তাদের প্রতি ধন্যবাদ, যারা বিজিত হবে তারা আগামীতে ভালো করার চেষ্টা করবে।
অনুষ্ঠানে টিপিএসসি গর্ভনিং বডির অন্য সদস্য ও টিএমএসএস-এর বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টিএমএসএস উপদেষ্টা সারোয়ার মাহমুদ ও টিপিএসসি-এর অধ্যক্ষ এস.এম.জামসেদ আলী প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আন্তঃ হাউস-২০২৪” এর বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়। আন্তঃ হাউস ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রদের হাউসের মধ্যে নজরুল হাউস ১ম স্থান, শহীদুল্লাহ হাউস ২য় স্থান ও শের-ই-বাংলা হাউস ৩য় স্থান অধিকার করে এবং ছাত্রীদের হাউসের মধ্যে বেগম রোকেয়া হাউস ১ম স্থান ও বেগম সুফিয়া কামাল হাউস ২য় স্থান অধিকার করে। অনুষ্ঠানে টিপিএসসির বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা, টিএমএসএসের উপদেষ্টা, পরিচালক, নানা শ্রেণির মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর