নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: রাকিব হোসেন
নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলা মদনপুরে নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ে এই মিলাদ মাহফিল ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব গোলাপ হোসেন ভূইয়া। নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী এম এ সালাম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনি:সহ সভাপতি প্রকৌশলী মো: হাসানুজ্জামান, মদনপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম শফিক, নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের সদস্য জাহাঙ্গীর আলম, নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের দাদা সদস্য খায়রুল ইসলাম, নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের সদস্য এনামুল হক আকাশ, মদনপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব আক্তার হোসেন, নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম স্যার সহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার মুরুব্বি গন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।