একতরফা প্রেম
মো সোহাগ মোল্যা (মঈনুল)
বুকেতে তাদের কষ্ট অনেক
একতরফা প্রেমিক যারা
মোহ আচ্ছন্ন হৃদয়ে তাদের,
একতরফা প্রেম জমা।
ধরনী বড়োই অদ্ভুত, করছে বেশ খেলা
সর্বক্ষনে ভাবি যাহারে
সে-তো বলে উদাসীনতায় কাটাউ বেলা।
দিন,রাত কাটতেই আছে
প্রেয়সীর মুগ্ধতায়,
গহীন নিশি জেগেও আমি
অপেক্ষায় থাকি প্রেয়সীর প্রেমের ছোঁয়ার।
তাকে যে আমি বড্ড ভালোবেসে ফেলেছি
অগোচরে তাহার আঁখির পলক দেখিয়া।
অভিমানের সুরে,ভদ্র মুখে বলি
প্রেয়সী তোমায় বড্ড ভালোবাসি।
গোলাপ ঝরা পথটিতে
হাটতে চাই তোমার হাতটি ধরে
ছাঁদের উপরে তোমার কোলেতে
আমারি মাথাটি রাখতে চাই খুব করে।
একাকীত্বে রাখিলেও জড়িয়ে
আমি থাকিবো প্রেয়সীর অপেক্ষায়।
একতরফা প্রেম সাজিয়ে রেখে
অগোচরে তোমায় বাসবো ভালো।
অভিমানের সুরেই জানায়
তুমি মোর প্রিয় রূপসী।
মায়ের কথা হলোনা রাখা
হলে নাতো মোর জীবনসঙ্গিনী,
তবুও তোমায় একতরফা ভালোবাসি।
তুমি উড়িবে আকাশে পাখা মেলে
দুর থেকে দেখবো তোমায়
আমারি অশ্রুশিক্ত আঁখি মেলে।
রাখিবনা বেঁধে, তোমায় দিলাম মুক্তি
তোমারি আনন্দে অশ্রুশিক্ত আঁখিতে
সর্বক্ষণে একতরফা ভালোবাসিবো।
একতরফা প্রেমিকেরাই পাইনা ভালোবাসা
রিক্ত ওষ্ঠদ্বয়ে নিদ্রাহীনতায়
কাটিতেছে আমার কতোটা রাত্রি।
এলোকেশী রূপসী, কাজলকালো আঁখি
তোমারি রূপেতে হারিয়েছিলাম
আমার কোমল হৃদয়ের প্রেম খানি।
মুক্ত মালার হাসিতে কাটে তোমার দিবারাত্রি
একতরফা প্রেমে পড়েই
কষ্টে মরে আমারি হৃদয় খানি।
একতরফা প্রেমে পড়িওনাকো কেহ
পাইবেনাতো সেই প্রেমের পূর্ণতা।