বগুড়ার কাহালুর কালাই ইউনিয়নের নাগর নদী থেকে বালু উত্তোলনের মহা উৎসব প্রশাসনের নিরব ভূমিকা
মোঃ কাওছার মিয়া দিপু
স্টাফ রিপোর্টার বগুড়া
বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কলাই খাঁপাড়ার বকুল তলা, কালাই ঘোনপাড়া, কলাই শিবতলা হাটের মহা শশ্বান, কালাই পাইকপাড়া গ্রামের পাশে দিয়ে বয়ে যাওয়া নাগর নদী থেকে অবৈধভাবে
সাইফুল ইসলাম হাসু, লিটন সরকার জাক্বের, রিপন আরমান, আছির, দুলুন, হারুন ও বুলু, মামুন খাঁ নেতৃত্বে কালাই ইউনিয়নে কালাই খাঁপাড়া বকুলতলা থেকে শুরু কালাই ঘোনপাড়া প্রিক্যাডেট মাদ্রাসার পিছনে কালাই শিবতলা হাটের মহা শ্বশান এলাকা থেকে পাইকপাড়ার শেষ পযর্ন্ত নাগর নদী থেকে মাটি বালু উত্তোলনের চলছে মহা উৎসব চলছে। ভূমি ও বালু দস্যুরা নাগর নদীকে সাগরে পরিনত করছে। সরোজমিনে গিয়ে দেখা যায় অবৈধ ভাবে কয়েকটি ড্রেজার মিশিন দিয়ে কয়েকটি পয়েন্টে দিন রাত বালু উত্তোলন করছে ও কয়েকটি ভেকু মিশিন দিয়ে মাটি কাটছে। সারাদিন রাতে শত শত ট্রাক ভত্তি করে মাটি ও বালি নিয়ে যাচ্ছে। এলাকাবাসী জানান মাটি বালু উত্তোলনের কারনে হুমকির মুখে পড়ছে নাগর নদীর আশে পাশের কয়েকটি গ্রাম ধংসের পথে চলে যাচ্ছে। কালাই খাঁপাড়ার স্থানীয় একজন জানান রাস্তায় সব সময় ট্রাক চলাচলের কারণে কোমলমতি ছোট ছোট ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে যাওয়া আসা পারে না ট্রাকের শব্দে লোকজন ঠিকমত বাড়িতে থাকতে পারে না ও রাস্তায় ঠিক মত চলা ফেরা যায়না। তিনি আরো জানান এলাকাবাসী ভূমি ও বালু দস্যুদের ভয়ে কিছু বলতে পারেনা। কালাই ঘোনপাড়া উচ্চ বিদ্যালয়ের কয়েক জন শিক্ষক জানান এই অবৈধ বালু ও মাটির ট্রাক যাওয়া আসার কারনে বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর উপস্থিত হার খুবই কম ট্রাকের শব্দে ঠিক ক্লাস পরিচালনা করা যায়না।
এ ব্যাপারে প্রশাসনকে জানানো হয়েছে অনেকবার কিন্তু কোন পদক্ষেপ নেন না। এব্যাপারে মোবাইল ফোনে সাইফুল ইসলাম হাসু, লিটন সরকার, জাক্বের, রিপন আরমান, আছির, দুলুন, হারুন ও বুলু, মামুন খাঁ জানান আমরা প্রশাসনকে ম্যানেজ করে কাজ করছি। কালাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবুজ মোবাইলে জানান এব্যাপারে আমি কিছু বলতে পারবোনা। নাগর নদী রক্ষা কমিটি নিরব ভূমিকা পালন করছে। এলাকাবাসীর দাবি অতি দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নাগর নদীকে রক্ষা করতে বিভাগীয় কমিশনার রাজশাহী ও জেলা প্রশাসক বগুড়া, জেলা পুলিশ সুপার বগুড়া মহোদয় ও কাহালু উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এবং এই ভূমি ও বালু দস্যুদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।