মুক্তাগাছায় পলশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি-২৪ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ শাহীন আলম
ময়মনসিংহের মুক্তাগাছায় পলশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২৪ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সারা বাংলাদেশের এসএসসি পরীক্ষার্থীদের সাথে পলশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। বিদায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক মুনজুরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মাজাহারুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন,লুৎফর রহমান প্রমুখ।উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান লিটন।এ সময় বিশেষ অতিথির বক্তব্যে অতিথীরা বলেন তোমরা জাতির ভবিষ্যৎ সামনের দিকে এগিয়ে যাও আমরা সকলেই এই কামনা করি।এসময় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান শিক্ষক মঞ্জুরুল হক দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন এ বিদায় সাময়িক বিদায়, আমরা শুধুমাত্র একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাতে যাচ্ছি। সবাই সুন্দর ও সাবলীলভাবে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করবে।সুন্দরভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিবে। এসএসসি পরীক্ষার পর পরবর্তী কলেজ, বিশ্ববিদ্যালয় শেষ করে উচ্চতর ডিগ্রী অর্জন করে দেশের সুনাম বয়ে আনবে।আমি মনে করি তোমরা একে অপরের প্রতি বন্ধুত্ব, ভাতৃত্ববোধ আজীবন বজায় রাখবে।আমি তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি।বিদায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক, মোতাহার হোসেন,ফারুক আহমেদ, আব্দুস সামাদ,কামরুল হাসান এবং সহকারী শিক্ষিকা শরিফা আক্তার,লাকি আক্তার আরও অনেকে।